সাকিবের পরিকল্পনা ইতিবাচক মনে হচ্ছে মোসাদ্দেকের

এমনিতেই টি-টোয়েন্টিতে খুব ভালো ফলাফল কখনোই করতে পারেনি বাংলাদেশ। তার উপর সাম্প্রতিক সময়ের ফলাফল তো যাচ্ছে-তাই। এ সংস্করণে ভালো কিছু করতে নেওয়া হয়েছে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত। নেতৃত্বে ফেরানো হয়েছে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। আর নতুন অধিনায়কের পরিকল্পনা বেশ ইতিবাচক মনে হয়েছে এ সংস্করণে বাংলাদেশকে সবশেষ ম্যাচে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে।

রোববার দুই ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সেখানে অবশ্য হেরেছে মূল জাতীয় দল। তবে পরিবর্তন বলতে যা দেখা গিয়েছে খেলোয়াড়দের মনোভাবে। আক্রমণাত্মক মেজাজেই ছিলেন তারা। যদিও ইনিংস সে অর্থে লম্বা করতে পারেননি কেউ। তবে সাকিবের সঙ্গে মোসাদ্দেকের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিই আশার সঞ্চার করেছে। ১৭ বলে ২টি করে চার ও ছক্কায় ৩০ রান করেন মোসাদ্দেক। আর ২৪ বলে তিন ছয়ে ৩৬ সাকিবের।

এদিন আসলে কি পরিবর্তন হয়েছে তা জানতে চাইলে ম্যাচ শেষে মোসাদ্দেক বলেন, 'পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি সেটা ছয় মারার সক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি। একদিনে হয়তো আপনি খুব বেশি উন্নতি পাবেন না। এটা একটা লম্বা প্রক্রিয়া। সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। এটার জন্য আমাদের সবাইকেই সময় দিতে হবে।'

এই পরিবর্তনের কিছুটা ব্যাখ্যাও দিয়েছেন এ ব্যাটার, 'আমি আর সাকিব যখন ব্যাটিং করেছিলাম তখন সাকিব ভাই বলেছিল, শেষ চার ওভারে চারটা ছয় হলেই হবে। ঐ জায়গায় পাঁচটা ছয় হয়েছে এটা একটা ভালো দিক। সাকিব ভাইয়ের সাথে যখন ব্যাটিং করি, সাকিব ভাই সবসময়ই অনেক বেশি হেল্প করে। এবং সে সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করে। এখন কি হতে পারে বা কি করল ভালো।… সাকিব ভাইয়ের সাথে সবারই টুকটাক কথা হয়েছে। আমি আমারটা জানি, বাকিদেরটা তাদের সাথে কিভাবে কথা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমারটা তো বললাম। '

এই পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন মোসাদ্দেক। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশও ভালো ফলাফল করতে পারবে বলে আশা করছেন তিনি, 'পরিবর্তন আপনি যখন করবেন তখন দুইটা দিক আসতে পারে। হয় পজিটিভ বা নেগেটিভ। সাকিব ভাই যে পরিকল্পনাটা দিয়েছে সবাইকে, সেই জায়গা থেকে অবশ্যই এটা পজিটিভ মনে হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখি তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই উপকার হবে।'

নতুন অধিনায়কের সঙ্গে একজন নতুন 'টেকনিক্যাল কনসালটেন্ট'ও পেয়েছে টাইগাররা। দুই দিন আগেই ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ টাইগারদের সঙ্গে থাকছেন তিনি। জানা গেছে এ পরীক্ষায় ভালো করলে হয়তো পাকাপাকিভাবে হয়ে যেতে পারেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago