পার্থ চট্টোপাধ্যায় দলের জন্য ক্যান্সার ছিলেন: তৃণমূল নেতা

পার্থ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত জুলাইয়ে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেপ্তারের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সব পদ থেকে বরখাস্ত করে দল থেকে বহিষ্কার করেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে নিউ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা এক জনসভায় বলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়ার পরে তাকে কারাগারে নেওয়া হয়। তিনি দলের জন্য ক্যান্সার ছিলেন।

তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় (দলের জন্য) ক্যান্সার ছিলেন। তাই তাকে দল থেকে কেটে ফেলা হয়েছে। যখনই ক্যান্সার হয়, তখন তা শরীর থেকে অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, পার্থ পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিমূলক কাজে জড়িত ছিলেন, তাই দল তাকে বাদ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত জুলাইয়ে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক তদন্তকারী সংস্থা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নগদ ৫০ কোটি টাকারও বেশি টাকা এবং স্বর্ণ জব্দ করে।

Comments

The Daily Star  | English

IMF sets new loan conditions

Bangladesh must clear dues, hit steep revenue, reserve targets for next tranche

8h ago