আ. লীগের মাথা নষ্ট হয়ে গেছে, আবোল-তাবোল বলছে: আমীর খসরু

আমীর খসরু
স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'জনগণ সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে। এতে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তারা আবোল তাবোল বলছে। এগুলো গদি হারানোর লক্ষণ।'

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরী মোড়ে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে বিএনপির এই নেতা বলেন, 'মানুষ আজ তাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাস্তায় নেমেছে। ২২ তারিখ থেকে ৯ দিন জনগণ রাস্তায় থাকবে। মাঠে থেকে শেখ হাসিনার বাকি সময়টুকু বিদায় করবে।'

তিনি বলেন, 'চট্টগ্রামবাসী চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে। জনতার স্রোত এখনো শুরু হয়নি। আগামীতে যে আন্দোলন হবে, সেটি হবে শেখ হাসিনার পতনের আন্দোলন। স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মহিলা দল, শ্রমিকদল, ছাত্রদল সব অঙ্গসংগঠন যদি নামে, চট্টগ্রাম জনস্রোতে পরিণত হবে।'

'সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে মহাসমাবেশ হবে। আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তারা আবোল তাবোল বলছে। এগুলো গদি হারানোর লক্ষণ। তাই সরকার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকুন,' বলেন তিনি।

চট্টগ্রাম বিএনপি
স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, 'দুঃশাসন জারি রেখে বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্যই তারা বিরোধী দলকে দমন পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে।'

'হত্যা, গ্রেপ্তার, মিথ্যা মামলা তৈরি করাই এখন সরকারের একমাত্র কাজ' উল্লেখ করে তিনি বলেন, 'এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার প্রশাসন ও পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। তারই ধারাবাহিকতায় ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নুরে আলমকে হত্যা করা হয়েছে।'

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, 'আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও পেট্রোলিয়াম করপোরেশন দাম না কমিয়ে ৫ বছর ধরে লাভ করেছে। এতে তাদের লাভ ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। সেই মুনাফার টাকা তারা কী করেছে? এর হিসাব দিতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, 'দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে দেওয়া অমানবিক। বর্তমান সরকার জেনেশুনে দেশকে ধ্বংস করছে। জবাবদিহি করতে হয় না বলেই তারা এটা করতে পারছে।'

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, 'গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভ্যানগার্ড হিসেবে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। অতীতের মতো আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল রাজপথে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।'

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

Talks with IMF: Consensus likely on exchange rate, revenue issues

The fourth tranche of the instalment was deferred due to disagreements and now talks are going on to release two tranches at once.

10h ago