দেড় যুগ পর একসঙ্গে ২ চুমকি

গুলশান আভিনিউ ২ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের ২ জনপ্রিয় মুখ ফারজানা চুমকি ও নাজনীন হাসান চুমকি একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।

তাদের শেষ অভিনীত নাটকের নাম 'পরিবার ও একটি কোম্পানী।'

গাজী রাকায়েত পরিচালিত এই নাটকটি প্রচার হয়েছিল ২০০৫ সালে।

দীর্ঘ দেড় যুগ পর আবারো ফারজানা চুমকি ও নাজনীন হাসান চুমকি একসঙ্গে একটি ধারাবাহিক নাটকে শুটিং করছেন। নিমা রহমান পরিচালিত নতুন এই নাটকের নাম 'গুলশান এভিনিউ সিজন টু।'

দেড় যুগ আগের নাটকে ২ চুমকি একই পরিবারের ২ ভাইয়ের স্ত্রী'র চরিত্রে অভিনয় করলেও এবারের নাটকে তারা অভিনয় করছেন নেতিবাচক চরিত্রে।

ফারজানা চুমকি। ছবি: সংগৃহীত
ফারজানা চুমকি। ছবি: সংগৃহীত

ফারজানা চুমকি দ্য ডেইলি  স্টারকে বলেন, আমাদের দুজনের মাঝে দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছে। দুজন দুজনকে খুব পছন্দ করি। দীর্ঘ প্রায় ১৮ বছর পর একসঙ্গে অভিনয় করে সত্যিই ভালো লাগছে।

'মনেই হয়নি ১৮ বছর আগে শেষ একসঙ্গে অভিনয় করেছি আমরা। সত্যিই সময় কত দ্রুত ফুরিয়ে যায়', যোগ করেন তিনি।

নাজনীন হাসান চুমকি বলেন, 'দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে আমাদের একসঙ্গে অভিনয়ের। এত বছর পর আবারও একই নাটকে অভিনয় করে অন্যরকম ভালো লাগছে।'

নাজনীন হাসান চুমকি। ছবি: সংগৃহীত
নাজনীন হাসান চুমকি। ছবি: সংগৃহীত

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago