‘অভিজ্ঞ’ তাই এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ

Mahmudullah
ছবি: ফিরোজ আহমেদ

ম্যাচের পর ম্যাচ পারফর্ম করতে পারছেন না, দলকে চাঙ্গা করতে পারছেন না বলেই নেতৃত্ব হারিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে তাকে বাধ্যতামূলক বিশ্রাম দিয়ে  নতুন ধরনের দল করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই চিন্তার বাস্তবায়ন আপাতত নেই। এশিয়া কাপের দলে ঠিকই রাখা হয়েছে তাকে।

বাধ্যতামূলক বিশ্রাম দেওয়া হলেও জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে শেষ ম্যাচে আবার সুযোগ পান মাহমুদউল্লাহ। সেই ম্যাচে অতি মন্থর গতিতে মাত্র ২৭ বলে করেন ২৭ রান। পরে ওয়ানডে সিরিজেও দেখা যায় তার পরিস্থিতির দাবির বিপরীতে গিয়ে মন্থর ব্যাটিং।

সর্বশেষ ১৪ টি টি-টোয়েন্টি ম্যাচে তার গড় ১৭.৪১, স্ট্রাইকরেট স্রেফ ১০০.৪৮। এমন বেহাল দশার একজন ব্যাটারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু  দিলেন অভিজ্ঞতার যুক্তি, 'আসলে বড় টুর্নামেন্ট। এখনে অভিজ্ঞ খেলোয়াড় দরকার। সে কারণেই তাকে রাখা হয়েছে।' একই যুক্তি দেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। 

৩৭ বছরের মাহমুদউল্লাহর নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে আসর শুরুর পর ওমানের বিপক্ষে কষ্টের জয়ে সুপার টুয়েলভে খেলেন তারা। সুপার টুয়েলভে সবগুলো ম্যাচ হেরে নামিবিয়ার থেকেও খারাপ ফল করে মাহমুদউল্লাহর দল। এত খারাপ ফলের পরও নেতৃত্ব হারাননি তিনি।

ব্যাটিংয়ে নাজুক পারফরম্যান্সের পর দলে জায়গা প্রশ্নের মুখে পড়লেও তার উপর ভরসা বিসিবির।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago