ইরাসমাস স্কলারশিপ পেলেন ১৫১ বাংলাদেশি শিক্ষার্থী

ইরাসমাস
ইরাসমাস স্কলারশিপ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

এ বছর মোট ১৫১ জন বাংলাদেশি শিক্ষার্থী ইরাসমাস মুন্ডাস শিক্ষাবৃত্তি পেয়েছেন। এ বৃত্তির আওতায় ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে তারা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করবেন। 

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস আজ বৃহস্পতিবার ইইউ সদস্যভুক্ত দেশগুলোর দূতাবাসের সঙ্গে এই ১৫১ জনকে সংবর্ধনা দিয়েছে।

এই শিক্ষাবৃত্তি পাওয়া মোট শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ।

তারা ডেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, জলবায়ু পরিবর্তন, জেন্ডার স্টাডিজ, জনস্বাস্থ্য, জননীতি, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবেন।

ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ২০২১-২০২৭ মেয়াদে বরাদ্দ বাড়িয়ে ২৬ দশমিক ২ মিলিয়ন পাউন্ড করা হয়েছে।

বাংলাদেশে ইইউ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বরাদ্দের পরিমাণ বাড়ায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া সম্ভব হবে।

আজ সংবর্ধনা অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের চার্জ ডি অ্যাফেয়ার্স হ্যান্স ল্যামব্রেখট বলেন, 'সারা বিশ্ব এবং বাংলাদেশে দক্ষতার চাহিদা বাড়ছে। ইরাসমাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের জন্য অবদান রাখতে পেরে আমরা গর্বিত।'

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

40m ago