ট্রান্সফার লাইভ: বার্সার অবামেয়াংয়ের সঙ্গে আলোচনায় চেলসি
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
অবামেয়াংয়ের সঙ্গে আলোচনায় চেলসি
স্ট্রাইকারের খোঁজে থাকা চেলসি পিয়েরে-এমেরিক অবামেয়াংকে দলে টানার ভাবনায় রয়েছে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনার এই গ্যাবনিজ ফরোয়ার্ডের সঙ্গে ইতোমধ্যে আলাপ শুরু করেছে তারা। তবে স্প্যানিশ পরাশক্তিদের কাছে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব রাখেনি ব্লুজরা। চলতি বছরের শুরুতে আর্সেনাল ছেড়ে বার্সায় যোগ দেওয়ার পর দুর্দান্ত ফর্মে আছেন অবামেয়াং। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
সেলতা ভিগোর প্রস্তাব ফিরিয়ে দিলেন মারিয়ানোর এজেন্ট
মারিয়ানো দিয়াজকে দলে টানার জন্য প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ লা লিগার আরেক ক্লাব সেলতা ভিগো। তবে তা প্রত্যাখ্যান করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের এজেন্ট। এমন খবর জানিয়েছেন সাংবাদিক হোসে পিদিয়া, যার সঙ্গে লস ব্লাঙ্কোসদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২৯ বছর বয়সী মারিয়ানো সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে মাত্র একবার লক্ষ্যভেদ করেন।
চেলসির কাছে কুকুরেয়াকে বিক্রির খবর বাতিল করল ব্রাইটন
আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে চেলসির কাছে মার্ক কুকুরেয়াকে বিক্রি করছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবের মধ্যে নাকি ৫২.৫ মিলিয়ন পাউন্ডে সমঝোতা হয়েছে। তবে বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের স্বীকৃত পেজে তারা জানিয়েছে, স্প্যানিশ ডিফেন্ডার কুকুরেয়ার দলবদলের ব্যাপারে এখনও চেলসির সঙ্গে মতৈক্যে পৌঁছাতে পারেনি।
নেতোকে দলে টানার চেষ্টায় বোর্নমাউথ
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নেতোকে দলে টানার চেষ্টায় রয়েছে বোর্নমাউথ। বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজের আসন্ন মৌসুমে এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে নিয়ে কোনো পরিকল্পনা নেই। ২০১৯ সালে ভ্যালেন্সিয়া ছেড়ে ক্যাম্প ন্যুর ক্লাবটিতে নাম লেখান নেতো। দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২১ ম্যাচ খেলেছেন তিনি।
বার্সেলোনা ছাড়ার পথে উমতিতি
অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে এই গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছাড়ার পথে রয়েছেন স্যামুয়েল উমতিতি। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, এই ফরাসি ডিফেন্ডারের নতুন ঠিকানা হতে পারে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। লম্বা সময় ধরে ফর্ম নেই তিনি। পাশাপাশি চোটের সঙ্গেও সখ্যতা রয়েছে ২৮ বছর বয়সী উমতিতির। গত মৌসুমে বার্সার জার্সিতে মাত্র একটি ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।
Comments