গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মায়াঘাসির পাথরছিলা পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

কৃষক ছমেদ আলী (৭০) ভারত সীমান্তবর্তী পাহাড়ি মায়াঘাসি গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও বন বিভাগের কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুরে বৃদ্ধ ছমেদ আলী মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যা পেরিয়ে গেলেও ফিরে না আসায় বাড়ির লোকজন তার সন্ধানে পাহাড়ে খোঁজ করতে থাকে। এ সময় পাথরছিলা পাহাড়ে পিষ্ট অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন বলেন, 'খবর পেয়ে স্থানীয় রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতি তার ওপর আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে মেরে ফেলেছে।'

তিনি আরও বলেন, 'হাতি থেকে দূরে থাকতে স্থানীয় লোকজনকে আমরা বিভিন্নভাবে সচেতন করছি। পাহাড়ে অনেক জঙ্গল রয়েছে। হাতির পাল সেখানে অবাধে ঘুরে বেড়ায়।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

1h ago