ট্রান্সফার লাইভ: চুকুয়েমেকাকে দলে নেওয়ায় বার্সাকে টেক্কা চেলসির
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
চুকুয়েমেকাকে দলে নেওয়ায় বার্সাকে টেক্কা চেলসির
রাফিনহা ও জুলস কুন্দেকে দলে টানার চেষ্টা করে ব্যর্থ হয়েছে চেলসি। তাদেরকে হতাশ করে এই দুই ফুটবলারকে নিজেদের ডেরায় টেনেছে বার্সেলোনা। তবে এবার স্প্যানিশ পরাশক্তিদের টেক্কা দিচ্ছে ব্লুজরা। অ্যাস্টন ভিলা থেকে কার্নি চুকুয়েমেকাকে দলে নিতে যাচ্ছে তারা। ১৮ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডারকে পাওয়ার দৌড়ে বার্সার পাশাপাশি ছিল ইতালিয়ান সিরি আর শিরোপাধারী এসি মিলান। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ছয় বছর ভিলায় কাটানোর পর চেলসিতে যেতে সম্মত হয়েছেন চুকুয়েমেকা।
পিএসজিতে যোগ দেওয়ার খুব কাছে সানচেস
লিল থেকে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দেওয়ার খুব কাছে রয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেস। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল জানিয়েছে, জর্জিনিও ভাইনালডাম এক মৌসুমের জন্য ধারে ইতালিয়ান ক্লাব এএস রোমায় যাওয়ার পথে থাকায় তার প্রতি আগ্রহী হয়েছে প্যারিসিয়ানরা। চোটের কারণে গত মৌসুমের শুরুর দিকে খেলতে পারেননি সানচেস। তবে মাঠে ফেরার পর দুর্দান্ত পারফরম্যান্স আসে তার কাছ থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলে একটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেন তিনি।
ডি ইয়ংকে পেতে ইউনাইটেডের শেষ চেষ্টা
নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে পাওয়ার আশা এখনও ছাড়েনি ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, খুব শিগগিরই রেড ডেভিলরা সাক্ষাৎ করবে বার্সেলোনার সঙ্গে। ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের আস্থা রয়েছে পুরনো শিষ্যের প্রতি। ধারণা করা হচ্ছে, ডি ইয়ংকে ওল্ড ট্র্যাফোর্ডে নেওয়ার জন্য ইতোমধ্যে তার সঙ্গে কথাও বলেছেন তিনি। টেন হাগের অধীনে এর আগে স্বদেশি ক্লাব আয়াক্স আমস্টারডামে খেলেছিলেন ডি ইয়ং।
আরও ছয় বছর ম্যান সিটিতে থাকছেন ফোডেন
আরও ছয় বছর ম্যানচেস্টার সিটিতে থাকার জন্য চুক্তি স্বাক্ষর করছেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। ব্রিটিশ গণমাধ্যম সান জানিয়েছে, অসাধারণ নৈপুণ্য দেখানোর সুবাদে তার বেতন বেড়ে তিনগুণ হয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে দুই লাখ পাউন্ড পাবেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটির হয়ে বর্তমানে সাপ্তাহিক ৬৫ হাজার পাউন্ড বেতন পাচ্ছেন ফোডেন। গত ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচ খেলে ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১ গোল করান তিনি।
Comments