পিরোজপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ৪ কিশোর
পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে তাদেরকে উপজেলার কাথুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজনের বয়স ১৭ বছর, একজনের বয়স ১৬ বছর ও অন্যজনের বয়স ১২ বছর।
গ্রেপ্তারকৃত ওই চার কিশোর সদর উপজেলার লখাকাঠি গ্রাম, হুলারহাট গ্রাম, পথেরহাট গ্রাম ও গজালিয়া উদয়কাঠী গ্রামের বাসিন্দা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রোববার বিকেলে ওই চার কিশোর পার্শ্ববর্তী কাথুলিয়া গ্রামে ঘুরতে গিয়ে নির্জন স্থানে থাকা কাথুলিয়া সার্বজনীন শীতলা মন্দিরের একটি প্রতিমার হাত ও পা ভেঙে ফেলে।
সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা সদর থানায় খবর দেয়। এরপর চার কিশোর পুনরায় ওই গ্রামে গেলে তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাদেরকে আটক করে।
এ ঘটনায় মন্দিরের সেবায়েত কালা চাঁদ বাদী হয়ে ওই চার কিশোরের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেছে বলে জানান তিনি।
Comments