ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: স্টার

ভোলায় গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ সোমবার দুপুরে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন তারা৷ এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়৷

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক আক্তার হোসেন৷ তিনি বলেন, 'পুলিশ ভোলার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে পরিকল্পিত ভাবে গুলি করে হত্যা করে৷ আমরা বিচার দাবি করছি৷ একইসঙ্গে জনগণের অধিকার ফিরিয়ে দিতে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রাম সফল করবে। পুলিশকে আওয়ামী লীগের গোলামি না করে দেশের জন্য লড়াই করার আহ্বান জানাচ্ছি৷'

সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান৷ উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন, আহ্বায়ক সদস্য আনিসুর রহমান খন্দকার, তরিকুল ইসলামসহ প্রমূখ৷

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে করে। বিএনপির দাবি, পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে বিএনপি নেতা আব্দুর রহিম শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতা-কর্মী।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ সোমবার এবং মঙ্গলবার দুই দিন কর্মসূচী ঘোষণা করেন। আজ দেশের সব বিশ্ববিদ্যালয় এবং মহানগর ও জেলা সমমান শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং ২রা আগস্টে দেশের সব উপজেলা, পৌর, থানা ও কলেজ ইউনিটে একই কর্মসূচী পালনে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নেতাকর্মীদের নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

Yunus urges Pakistan PM to settle issues of 1971

he two leaders also expressed their desire to extend cooperation in new areas

23m ago