আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে আরও এক নতুন বিল পাস

যুক্তরাষ্ট্রের একটি আগ্নেয়াস্ত্র বিক্রির দোকান। ছবি: সংগৃহীত

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়েছে আরও একটি বিল। এটি আইনে পরিণত হলে 'অ্যাসল্ট ওয়েপন' অর্থাৎ স্বয়ংক্রিয় রাইফেলের মতো অস্ত্র সাধারণ জনগণের হাতে আসা আর সহজ থাকবে না।

বন্দুকধারীদের হামলা নিয়ন্ত্রণে রাখতে পারছে না যুক্তরাষ্ট্র পুলিশ ও প্রশাসন। এর ফলে সম্প্রতি নতুন এ আইনের প্রস্তাব করা হয়।

আত্মরক্ষার জন্য নাগরিকদের বন্দুক রাখার অনুমতি দিয়েছে মার্কিন সংবিধান। তবে, সেই অধিকারের অপব্যবহার হচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ। সহজে আগ্নেয়াস্ত্র হাতে চলে আসায় স্কুল-কলেজে সৃষ্ট বিবাদেও গুলির ঘটনা দেশটিতে নতুন কিছু নয়।

এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয় একটি বিল।

৪৩৫ সদস্যের হাউসে ২১৭টি ভোটে বিলটি পাস হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন ৫ জন ডেমোক্র্যাট সদস্য।

তবে বিশ্লেষকদের মতে, রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হওয়ার সম্ভাবনা নেই।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago