মীরসরাই দুর্ঘটনা: ৫ জনের জানাজায় মানুষের ঢল

ছবি: স্টার

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের মধ্যে ৫ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাসান, রিদুয়ান, মারুফ ও সজীবের জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টায় নজুমিয়া স্কুল মাঠে আরও ৩ জনের জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে নিহতদের মধ্যে মারুফ ও জিসানের জানাজা গতকাল রাতেই সম্পন্ন হয়েছে।

জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। মাঠে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় অপেক্ষা করেন।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago