রণবীর সিংয়ের ফটোশুট: ‘নারীর অনুভূতিতে আঘাত’র অভিযোগ
সম্প্রতি করা ফটোশুটের জন্য এবার আইনি সমস্যায় পড়লেন রণবীর সিং। সেই শুটে তোলা ছবি 'নারীর অনুভূতিতে আঘাত' করেছে বলে উল্লেখ করে তার বিরুদ্ধে মুম্বাই পুলিশে কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে অভিযোগ দায়েরের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য করা ফটোশুটে রণবীর সিংকে নগ্ন অবস্থা দেখা যায়। গত শুক্রবার রাতে তার ফটোশুট নিয়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে রণবীর সিংকে নিয়ে পোস্ট করে লিঙ্গবৈষম্যের কথা তুলে ধরেন।
মিমি তার টুইটবার্তায় লেখেন, 'অনেকেই রণবীর সিংয়ের সাহসী ফটোশুটের প্রশংসা করছেন। কিন্তু তিনি যদি নারী হতেন, তাহলে কি একইরকম প্রতিক্রিয়া হতো? এ ধরনের ফটোশুট কোনো অভিনেত্রী করলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। তার বাড়ি পোড়ানো হতো, বিক্ষোভ হতো, মৃত্যুর হুমকি আসত। তাকে খারাপভাবে চিহ্নিত করা হতো।'
তবে অর্জন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রী তার এই ফটোশুটের প্রশংসা করেছেন।
Comments