বরখাস্ত ডিআইজি মিজানের জামিন আবেদন হাইকোর্টে নাকচ

হাইকোর্ট
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

এই মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়ে হাইকোর্ট বলেছেন, নিম্ন আদালত এই সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে না পারলে মিজানকে জামিন দেওয়া হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় জামিন চেয়ে মিজানের করা আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, মামলার বিচারকাজ শেষ পর্যায়ে থাকায় হাইকোর্ট মিজানকে জামিন দেননি।

আবেদনের শুনানিতে মিজানের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক।

দুদক ২০১৯ সালের ২৪ জুন মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মিজান সে বছর ১ জুলাই হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত মিজানকে পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে ডিএমপিকে আদেশ দেন।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago