ট্রান্সফার লাইভ: কুন্দেকে নিয়ে সেভিয়ার সঙ্গে সমঝোতায় বার্সেলোনা
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
কুন্দেকে নিয়ে সেভিয়ার সঙ্গে সমঝোতায় বার্সেলোনা
সেভিয়ার ফরাসি সেন্টার-ব্যাক জুলস কুন্দেকে পাওয়ার দৌড়ে গত কিছুদিন ধরে এগিয়ে ছিল চেলসি। তবে নাটকীয় পরিস্থিতির জন্ম দিয়ে তাকে দলে টানার পথে রয়েছে বার্সেলোনা। প্রখ্যাত স্প্যানিশ সাংবাদিক জেরার্দ রোমেরো দাবি করেছেন, কুন্দের দলবদল নিয়ে সমঝোতায় পৌঁছেছে সেভিয়া ও বার্সা। যদিও চেলসি তুলনামূলক আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে, তবে কাতালানদের প্রতি কুন্দের প্রবল আগ্রহের কারণে সেভিয়ার পক্ষে সেটা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন হবে মিলিতাওয়ের
নতুন খেলোয়াড় দলভুক্ত করার চেয়ে বর্তমান স্কোয়াডের তারকাদের সঙ্গে চুক্তি নবায়নে বেশি মনোযোগী রয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘমেয়াদে লস ব্লাঙ্কোসরা যাদেরকে ধরে রাখতে চায় ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক এদার মিলিতাও তাদের মধ্যে একজন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত রিয়াল থাকতে সম্মতি দিয়ে নতুন চুক্তি স্বাক্ষর করবেন মিলিতাও। বোনাসের পাশাপাশি বেতন হিসেবে বছরে সাত মিলিয়ন ইউরো করে পাবেন তিনি।
বায়ার্নে লেভানদভস্কির শূন্যস্থান পূরণ করবেন কেইন?
পোলিশ তারকা রবার্ত লেভানদভস্কি বার্সেলোনায় পাড়ি জমানোর পর তার শূন্যস্থান পূরণের জন্য নতুন স্ট্রাইকারের খোঁজে আছে বায়ার্ন মিউনিখ। টটেনহ্যাম হটস্পারের ইংলিশ তারকা হ্যারি কেইনকে দলে নেওয়া কঠিন হলেও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি বায়ার্নের কোচ ইউলিয়ান নাগেলসমান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'সে খুবই দামি। বল পায়ে সে খুবই শক্তিশালী, শারীরিকভাবেও। কিন্তু বর্তমান দামে এটা (তাকে চুক্তিবদ্ধ করা) খুবই কঠিন। ভবিষ্যতে কী ঘটে তা আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে।'
আজপিলিকুয়েতাকে পাওয়া সহজ হবে না বার্সেলোনার
সেজার আজপিলিকুয়েতার প্রতি বার্সেলোনার আগ্রহ নিয়ে মুখ খুলেছেন এই স্প্যানিশ ফুটবলারের বর্তমান ক্লাব চেলসির কোচ টমাস টুখেল। তার বক্তব্যের সার কথা হলো, রাইট-ব্যাক ও সেন্টার-ব্যাক এই দুই পজিশনে খেলতে পারদর্শী এই তারকাকে পাওয়া সহজ হবে না কাতালানদের। আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, 'আজপি যা চায় তা আমি তাকে দিতে পারব কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারছি না। বিষয়টা সে পছন্দ না করলেও বুঝতে পারছে।'
ম্যান সিটি ছেড়ে আর্সেনালে জিনচেঙ্কো
দীর্ঘ মেয়াদের চুক্তিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে 'শৈশবের প্রিয় ক্লাব' আর্সেনালে যোগ দিয়েছেন ওলেকসান্দার জিনচেঙ্কো। মিডফিল্ডেও খেলতে সক্ষম এই ইউক্রেনিয়ান লেফট-ব্যাকের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব দুটি। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, তাকে পেতে সবমিলিয়ে ৩০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে আর্সেনালের। সিটির হয়ে ছয় বছরের ক্যারিয়ারে জিনচেঙ্কো জিতেছেন চারটি ইংলিশ প্রিমিয়ার লিগ, চারটি কারাবাও কাপ ও একটি এফএ কাপ।
Comments