বাংলাদেশের শিল্পী হাসিবের গানে টলিউডের পূজা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কণ্ঠশিল্পী হাসিবের গানে মডেল হয়েছেন টলিউডের নায়িকা পূজা ব্যানার্জি। 'চলকে রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর'- এমন কথার গানটির মিউজিক ভিডিওতে বাংলাদেশি মডেল নিবিরও আছেন।

তাপসের কথা ও সুরে গানটি সম্প্রতি টিমএক রেকর্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত

গানের কণ্ঠশিল্পী হাসিব বলেন, 'আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে, এ গানটা আমার সঙ্গে খুব যায়। এরকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালোলাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি আমাকে উপহার দেওয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে খুবই কৃতজ্ঞ।'

গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago