রোমাতে যোগ দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা

ছবি: টুইটার

গত কিছুদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটল। দূর হলো পাওলো দিবালার ক্লাব পর্যায়ের ভবিষ্যৎ নিয়ে সমস্ত অনিশ্চয়তা। আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড চুক্তিবদ্ধ হলেন এএস রোমার সঙ্গে। তার দলবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ইতালিয়ান ক্লাবটির প্রখ্যাত কোচ জোসে মরিনহো।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের স্বীকৃত পেজে ২৮ বছর বয়সী দিবালাকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে রোমা। সাবেক ক্লাব জুভেন্তাসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত জুনে। ফলে তিনি হয়ে পড়েছিলেন ফ্রি এজেন্ট। তাই তাকে চুক্তিবদ্ধ করতে কোনো ট্রান্সফার ফি লাগেনি রোমের ঐতিহ্যবাহী ক্লাবটির।

দিবালার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রোমা। অর্থাৎ আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত স্তাদিও অলিম্পিকোর দলটিতে থাকবেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, তাকে রোমাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছেন মরিনহো। এছাড়া, আরেক ইতালিয়ান ক্লাব নাপোলিও ছিল দিবালাকে পাওয়ার দৌড়ে।

পালের্মো ছেড়ে ২০১৫ সালে জুভান্তসে যোগ দিয়েছিলেন দিবালা। তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটিতে সাত বছর কাটিয়ে ব্যক্তিগত ও দলীয় ব্যাপক সাফল্য উপভোগ করেন তিনি। জুভদের হয়ে পাঁচবার ইতালিয়ান সিরি আর শিরোপা জেতার পাশাপাশি ২০১৬-১৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হন তিনি।

জুভেন্তাসের সঙ্গে দিবালার চুক্তি আর নবায়ন না হওয়ার ঘোষণা এসেছিল চলতি বছরের শুরুর দিকে। এরপর থেকে তার সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে গুঞ্জন ডালপালা মেলতে থাকে। এক সময় শোনা গিয়েছিল যে ইন্টার মিলান তাকে পাওয়ার জন্য মরিয়া। তবে চেলসি থেকে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ফিরিয়ে এনেছে তারা। ফলে দিবালার ইন্টারে যোগ দেওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। এরপর রোমা ও নাপোলি তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠে। সেই লড়াইয়ে জয় হয়েছে মরিনহোর।

২০১২ সাল থেকে সিরি আতে খেলে যাচ্ছেন দিবালা। পালের্মো ও জুভেন্তাস মিলিয়ে ইতালির সর্বোচ্চ লিগে ২৯৯ ম্যাচে ১০৩ গোল করেছেন তিনি। গোলের হিসেবে আসরে তার সেরা পারফরম্যান্স ছিল ২০১৭-১৮ মৌসুমে। সেবার জুভদের জার্সিতে সিরি আতে ২২ গোল করেছিলেন তিনি।

মরিনহোর অধীনে গত ২০২১-২২ মৌসুমে লিগে ষষ্ঠ হলেও ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় সফল হয় রোমা। প্রথমবারের মতো আয়োজিত উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জেতে তারা। আগামী মৌসুমে নিঃসন্দেহে মরিনহোর আশা থাকবে সিরি আর পয়েন্ট তালিকার শীর্ষ চারে জায়গা করে নেওয়া। সেজন্য দিবালা ও ট্যামি আব্রাহামকে নিয়ে ভালো মানের আক্রমনভাগ পাচ্ছেন এই পর্তুগিজ কোচ।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

The deceased, 32-year-old Saiful Islam, is a member of Chattogram District Bar Association

28m ago