কলকাতায় উড়োজাহাজে আটকে থাকা যাত্রীরা দেশে ফিরেছেন মাঝরাতে

বিমানের বিজি ৩৯৬ ফ্লাইটের ভেতর আটকে থাকা যাত্রীরা। ছবি: সংগৃহীত

প্রায় ৪ ঘণ্টা দেড় শতাধিক যাত্রীর অবর্ণনীয় ভোগান্তির পর অবশেষে কলকাতা থেকে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট।

বিমান সূত্র জানায়, বিমানের ফ্লাইট বিজি-৩৯৬ গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে সেটি বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বোয়িং ৭৩৭-এর ফ্লাইটটি গতকাল রাত ১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।'

বিমানের যাত্রীদের মধ্যে অনেক রোগী, যারা কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন, তারা গত রাতে বোয়িং-৭৩৭ এর প্রযুক্তিগত ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে ফ্লাইটের ভেতরে ৩ ঘণ্টাও বেশি সময় আটকে ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, 'উড়োজাহাজের সেন্সরে প্রযুক্তিগত ত্রুটির কারণে লাল বাতি জ্বলতে দেখে টেক অফ বন্ধ করে দেন পাইলট।'

বিশ্রাম নেওয়ার জন্য যাত্রীদের কেন বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, 'কারিগরি ত্রুটি দ্রুত ঠিক হয়ে যাবে ধারণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি।'

তিনি আরও বলেন, 'ওই সময় মেরামতের কাজ চলছিল বলে যাত্রীদের মধ্যে খাবার পরিবেশন করা যায়নি।'

'উড়োজাহাজের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও তারের সমস্যার কারণে কাজ করেনি, যা পরে ঠিক করা হয়েছিল,' যোগ করেন জাহিদ হোসেন।

Comments

The Daily Star  | English

Reform commission reports provide framework for new Bangladesh: Yunus

Earlier this morning, the chiefs of four reform commissions submitted their reports to the chief adviser

40m ago