যুক্তরাষ্ট্রপ্রবাসী উপস্থাপক সোনিয়াকে বিয়ে করলেন এস আই টুটুল

এস আই টুটুল ও শারমিন সিরাজ সোনিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়াকে। গত ৪ জুলাই তারা যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদের ১ বছরের মাথায় আবার বিয়ে করলেন এই কণ্ঠশিল্পী।

এ ব্যাপারে এস আই টুটুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি, তানিয়া আলাদা  ছিলাম ৫ বছর । গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে আরটিভির রিয়েলিটি শো বাংলার গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়। আমরা ২ জনই যেহেতু সিঙ্গেল এবং ম্যাচিউর- তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।'

শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন উপস্থাপক হিসেবে। এরপর স্থায়ীভাবে আমেরিকা গেলে সেখানেও উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন।

Comments

The Daily Star  | English

Cancer causes 12% of deaths in Bangladesh annually: BSMMU study

The number of new cancer patients recorded in a year was 52.9 per 1,000 people

14m ago