প্রতিবন্ধী ভাতা বাড়ানো হবে: সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাট শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ জানিয়েছেন, প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো হবে।

আজ শনিবার দুপুরে লালমনিরহাট শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস উদ্বোধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য যে কাজ করেছেন এজন্য বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও আবাসস্থল তৈরি করা হবে যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকে।'

 'শান্তি নিবাসে ষাটোর্ধ বয়সের মানুষেরা থাকতে পারবেন, আর শিশু পরিবারের শিশুরা তাদের দাদা-দাদি বা নানা-নানি হিসেবে যত্ন নিবেন,' বলেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে সরকার প্রতিবন্ধীদের প্রতি মাসে ৭৫০ টাকা ভাতা প্রদান করছে।

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

15h ago