ট্রান্সফার লাইভ: ৫৩ মিলিয়ন ইউরোতে ইউনাইটেডে আর্জেন্টাইন ডিফেন্ডার

ছবি: টুইটার

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

৫৩ মিলিয়ন ইউরোতে লিসান্দ্রোকে দলে টানছে ইউনাইটেড

আয়াক্স আমস্টারডাম থেকে লিসান্দ্রো মার্তিনেজকে দলে টানছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডারের দলবদলের জন্য সম্মত হয়েছে দুই পক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, লিসান্দ্রোকে পেতে ইউনাইটেডকে খরচ করতে হবে ৫৩ মিলিয়ন ইউরো। মেডিক্যাল পরীক্ষার জন্য ইতোমধ্যে তিনি উড়ে গেছেন ম্যানচেস্টারে। নতুন কোচ এরিক টেন হাগের আমলে তৃতীয় ফুটবলার হিসেবে রেড ডেভিলদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন লিসান্দ্রো। তার আগে টাইরেল ম্যালাসিয়া ও ক্রিস্টিয়ান এরিকসেন যোগ দিয়েছেন ইউনাইটেডে।

বায়ার্নে লেভানদভস্কির শেষ অনুশীলন সেশন

বার্সেলোনায় যোগ দেওয়ার জোরালো গুঞ্জনের মাঝে বায়ার্ন মিউনিখ সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রবার্ত লেভানদভস্কি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, তারকা পোলিশ স্ট্রাইকার এদিন বাভারিয়ানদের হয়ে শেষবারের মতো প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছেন। জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের কোচ ইউলিয়ান নাগেলসমানের সঙ্গে লম্বা সময় আলাপ করতে দেখা গেছে তাকে। সতীর্থদের সঙ্গেও কথা বলেছেন তিনি। তারা লেভানদভস্কিকে উদ্দেশ্য করে করতালি দিয়েছেন।

কুলিবালিকে চুক্তিবদ্ধ করল চেলসি

নাপোলি ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন সেনেগালের ডিফেন্ডার কালিদু কুলিবালি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের স্বীকৃত পেজে ৩১ বছর বয়সী ফুটবলারকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাবটি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তাকে পেতে প্রায় ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে চেলসিকে। কুলিবালির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ব্লুজরা। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে থাকবেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, প্রতি মৌসুমে বেতন-ভাতা হিসেবে ১০ মিলিয়ন ইউরো পাবেন কুলিবালি।

জিনচেঙ্কোকে নিয়ে ম্যান সিটি ও আর্সেনালের মধ্যে মৌখিক সমঝোতা

ওলেক্সান্দার জিনচেঙ্কো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ছেড়ে যাচ্ছেন। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, তিনি যোগ দিচ্ছেন আর্সেনালে। ইতোমধ্যে ক্লাব দুটি ইউক্রেনের ডিফেন্ডারের দলবদলের বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে। জিনচেঙ্কোর জন্য আর্সেনালকে খরচ করতে হবে ৩০ মিলিয়ন ইউরো। চুক্তি স্বাক্ষরের আগে বেতন-ভাতা ও চুক্তির মেয়াদ নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। কিছুদিন আগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ম্যান সিটিকে বিদায় জানিয়ে আর্সেনালে পাড়ি জমিয়েছেন।

আবার জুভেন্তাসে মোরাতা?

স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা গত দুই মৌসুম ধারে খেলেছেন জুভেন্তাসে। ইতালির পরাশক্তিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯২ ম্যাচে ৩২ গোল করেছেন তিনি। চুক্তির ইতি ঘটায় সবশেষ মৌসুমের পর তিনি ফিরে গেছেন তার মূল ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে। তবে ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমার্কাতো জানিয়েছে, মোরাতাকে ফেরাতে চায় জুভরা। তবে পাকাপাকিভাবে নয়, আরও এক মৌসুমের জন্য ধারে তাকে দেখা যেতে পারে তুরিনের দলটিতে।

Comments

The Daily Star  | English

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

43m ago