ট্রান্সফার লাইভ: সৌদির ক্লাবের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনালদো
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
সৌদি আরবের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদোকে পেতে ৩০০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের সংবাদ অনুযায়ী, সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এমন একটি ক্লাবের হয়েই খেলার লক্ষ্য পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকার।
অবশেষে ডি ইয়ংকে পাওয়ার কাছাকাছি ইউনাইটেড
অনেক দিন থেকেই বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ সিদ্ধান্ত জানাতে ক্লাবটিকে এক দিনের সময় বেঁধে দিয়েছিল রেড ডেভিলরা। ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের সংবাদ অনুযায়ী, অবশেষে ইউনাইটেডের প্রস্তাব মেনে নিয়েছে ক্লাবটি। মেনে নিয়েছেন ডি ইয়ংও। ৮৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যু ক্যাম্প থেকে ওল্ড ট্রাফোর্ডে যাচ্ছেন এ ডাচ মিডফিল্ডার।
রোনালদোকে পাওয়ার দৌড়ে অ্যাতলেতিকো
ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, পিএসজি ও চেলসির মতো দল সরে গেলেও এখনও ক্রিস্তিয়ানো রোনালদোকে পাওয়ার দৌড়ে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তার সঙ্গে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও। যদিও এর আগে এ পর্তুগিজ তারকাকে চায় না বলেই জানিয়েছিল বায়ার্ন। আগের দিন সৌদি আরবের একটি ক্লাব থেকে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ও পেয়েছেন রোনালদো।
রিয়ালকে প্রস্তাব দিয়েছেন লেরয় সানে
বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে লেরয় সানের। তবে সাদিও মানেকে দলভুক্ত করায় ক্লাব ছাড়তে চান এ জার্মান। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, এ তারকাকে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদকে প্রস্তাব দিয়েছেন তার এজেন্ট।
মার্তিনেজের সঙ্গে ইউনাইটেডের ৫ বছরের চুক্তি
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আয়াক্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসেন্দ্রো মার্তিনেজের সঙ্গে চুক্তি প্রায় সম্পূর্ণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের জন্য রেড ডেভিলদের সঙ্গে চুক্তি করছেন এ আর্জেন্টাইন। ফলে ২০২৭ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকছেন তিনি।
সিরি বি'র ক্লাবে যোগ দিচ্ছেন ফ্যাব্রিগাস
স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, সিরি বি'র দল কোমোর সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন চেক ফ্যাব্রিগাস। গত মৌসুমে ইতালির দ্বিতীয় সারির লিগে দলটি ১৩তম স্থানে থেকে শেষ করে। লিগ ওয়ানের দল মোনাকো থেকে ফ্রি এজেন্ট হয়ে ইতালির ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন সাবেক এ বার্সা তারকা।
Comments