রোনালদোকে কেনার প্রস্তাব ফিরিয়ে দিল পিএসজি!

বেশ কিছুদিন ধরে জোরালো গুঞ্জন চলছে, ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না ক্রিস্তিয়ানো রোনালদো। অন্য কোথাও পাড়ি জমানোর ইচ্ছা ইতোমধ্যে নাকি ইংলিশ ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন তিনি। ফলে তার এজেন্ট হোর্হে মেন্দেসকে রোনালদোর জন্য হন্যে হয়ে নতুন ঠিকানা খুঁজতে হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পিএসজির কাছে পর্তুগিজ মহাতারকাকে কেনার প্রস্তাব রেখেছিলেন তিনি। তবে ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা বিস্ময় জাগিয়ে সেটা ফিরিয়ে দিয়েছে!

সূত্রের বরাতে আমেরিকান গণমাধ্যম ইএসপিএন বুধবার তাদের এক প্রতিবেদন এমন খবর দিয়েছে। পিএসজি ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ও ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফির সঙ্গে রোনালদোর দলবদলের বিষয়ে আলাপ করেছিলেন মেন্দেস। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। পার্ক দে প্রিন্সেসের ক্লাবটি মনে করছে, ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড এই মুহূর্তে তাদের জন্য সঠিক খেলোয়াড় নয়। তাছাড়া, রোনালদোর আকাশচুম্বী বেতন-ভাতাও পিএসজির অনাগ্রহের অন্যতম কারণ। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের পিছনে আগে থেকেই প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের।

এমনিতে কাম্পোস ও আল-খেলাইফির সঙ্গে মেন্দেসের সম্পর্ক খুব ভালো। ফুটবলারদের এজেন্ট হিসেবে অনেক দিন ধরেই তাদের সঙ্গে কাজ করছেন তিনি। সম্প্রতি তার মাধ্যমে এফসি পোর্তো থেকে তরুণ পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহাকে কিনেছে পিএসজি। কিন্তু রোনালদোকে নেওয়ার ব্যাপারে ফরাসি ক্লাবটিকে সম্মত করাতে ব্যর্থ হয়েছেন তিনি। এবারের গ্রীষ্মকালীন দলবদলে পিএসজিই প্রথম ক্লাব না যারা রোনালদোকে 'না' বলেছে। এর আগে বায়ার্ন মিউনিখও ফিরিয়ে দিয়েছে মেন্দেসকে।

এদিকে, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হাগ। যদিও প্রাক-মৌসুমের ম্যাচগুলো খেলতে রেড ডেভিলদের সঙ্গে থাইল্যান্ড সফরে যাননি রোনালদো। টেন হাগ বলেছেন, 'সে (রোনালদো) আমাদের সঙ্গে নেই ব্যক্তিগত কারণে। এবারের মৌসুমে আমরা রোনালদোকে নিয়েই পরিকল্পনা করছি, এটাই শেষ কথা। আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। সে বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনায় ভালো করেই আছে। আমরা সম্মিলিতভাবে সফল হতে চাই।'

১২ বছরের ব্যবধানে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করেন তিনি। ১৮ গোল নিয়ে প্রিমিয়ার লিগে তিনি ছিলেন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা। ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদো উজ্জ্বল থাকলেও দলীয়ভাবে হতাশ করে ইউনাইটেড। ৩৮ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয় তারা। এতে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না তাদের।

Comments

The Daily Star  | English

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

48m ago