ট্রান্সফার লাইভ: রাফিনহার সঙ্গে বার্সার চুক্তি হবে ৫ বছরের
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
রাফিনহার সঙ্গে বার্সার চুক্তি হবে ৫ বছরের
নাটকীয়তার অবসান হতে চলল বলে! স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তার বর্তমান ক্লাব লিডস ইউনাইটেড ও বার্সেলোনা। তার ট্রান্সফার ফি সবমিলিয়ে দাঁড়াতে পারে ৬৭ মিলিয়ন ইউরো। শুরুতে বার্সা পরিশোধ করবে ৫৮ মিলিয়ন ইউরো। পরবর্তীতে আরও নয় মিলিয়ন ইউরো লিডস পেতে পারে বিভিন্ন শর্ত অনুসারে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পাঁচ বছরের জন্য অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত রাফিনহার সঙ্গে চুক্তি করবে কাতালানরা। মেডিক্যাল পরীক্ষা ও চুক্তি সম্পাদনের জন্য শিগগিরই বার্সেলোনায় উড়ে যাবেন তিনি।
কুলিবালিকে দলে টানার খুব কাছে চেলসি
ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সেনেগালিজ ডিফেন্ডার কালিদু কুলিবালিকে কেনার খুব কাছে রয়েছে চেলসি। তার জন্য ইংলিশ ক্লাবটিকে খরচ করতে হতে পারে ৪০ মিলিয়ন ইউরো। লম্বা সময়ের চুক্তিতে নাপোলি থেকে কুলিবালিকে দলে টানতে চায় চেলসি। অ্যান্টোনিও রুডিগার রিয়াল মাদ্রিদ ও আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন ইতোমধ্যে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় পাড়ি জমানোয় রক্ষণভাগ ঢেলে সাজাতে হবে ব্লুজদের। নাপোলির সঙ্গে কুলিবালির বর্তমান চুক্তির আর এক বছর বাকি আছে।
রোনালদোকে কেনার প্রস্তাব পিএসজির প্রত্যাখ্যান
বেশ কিছুদিন ধরে জোরালো গুঞ্জন চলছে, ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না ক্রিস্তিয়ানো রোনালদো। ফলে তার এজেন্ট হোর্হে মেন্দেসকে রোনালদোর জন্য হন্যে হয়ে নতুন ঠিকানা খুঁজতে হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পিএসজির কাছে পর্তুগিজ মহাতারকাকে কেনার প্রস্তাব রেখেছিলেন তিনি। তবে ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা বিস্ময় জাগিয়ে সেটা ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে আমেরিকান গণমাধ্যম ইএসপিএন। পিএসজির মতে, ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড এই মুহূর্তে তাদের জন্য সঠিক খেলোয়াড় নয়। তাছাড়া, রোনালদোর আকাশচুম্বী বেতন-ভাতাও তাদের অনাগ্রহের অন্যতম কারণ।
Comments