ট্রান্সফার লাইভ: ৭২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনায় যাচ্ছেন রাফিনহা
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২০২৭ সাল পর্যন্ত ম্যানসিটিতে রদ্রি
ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রি। নতুন করে আরও তিন বছরের চুক্তি করেছেন তিনি। ফলে ২০২৭ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন এ মিডফিল্ডার। ২০১৯ সালে ৭০ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দিয়েছিলেন তিনি।
ডি ইয়ংকে পেতে বার্সেলোনার উদ্দেশ্যে ইউনাইটেড কর্মকর্তারা
অনেক দিন থেকেই ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে মরিয়া হয়ে চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে খুব একটা অগ্রগতি হয়নি। ফুটবল ইনসাইডারের সংবাদ অনুযায়ী, এবার তার প্রসঙ্গে সরাসরি আলোচনা করতে বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইউনাইটেডের প্রধান নির্বাহী রিচার্ড আর্নল্ড ও আরেক কর্মকর্তা জন মুরদো।
৭২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যাচ্ছেন রাফিনহা
শেষ পর্যন্ত সুরাহা হয়েছে লিডস ইউনাইটেড ও বার্সেলোনার মধ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, বার্সেলোনার দেওয়া শেষ প্রস্তাবটি মেনে নিয়েছে ইংলিশ ক্লাবটি। সবমিলিয়ে ৭২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৫ বছর বয়সী এ ব্রাজিলিয়ানকে কিনতে যাচ্ছে কাতালানরা।
২০২৪ পর্যন্ত বার্সেলোনায় থাকতে প্রস্তুত দেম্বেলে
গত জুনেই ফ্রি এজেন্ট হয়ে গেছেন উসমান দেম্বেলে। তারপরও বার্সেলোনার সঙ্গেই নতুন চুক্তির আলোচনাটা সবচেয়ে বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত কাতালান ক্লাবে থাকতেই সম্মত হয়েছেন এ ফরাসি। খুব শীগগিরই হতে পারে নতুন চুক্তি।
Comments