ট্রান্সফার লাইভ: রাফিনহার জন্য চেলসির সমান প্রস্তাব বার্সার
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
রাফিনহার জন্য চেলসির সমান প্রস্তাব বার্সার
একাধিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর লিডস ইউনাইটেডের রাফিনহার জন্য আরও একটি নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম দাবি করেছে, এবারের প্রস্তাবটি ৬০ মিলিয়ন পাউন্ডের। এর আগে সম পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছিল চেলসিও। তবে রাফিনহা কেবল বার্সেলোনাতেই যেতে চাওয়ায় আর অগ্রগতি হয়নি।
দিবালাকে নিয়ে নাটক চলছেই
জুভেন্টাসের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বেশ বেকায়দায় পড়েছেন পাওলো দিবালা। অনেক ক্লাবই আগ্রহ দেখাছে বটে, কিন্তু শেষ পর্যন্ত হয়েও হচ্ছে না কোনো চুক্তি। ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তের সংবাদ অনুযায়ী, তাকে পেতে মরিয়া এসি মিলান। এদিকে রোমাও চাইছে তাকে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের রাডারেও আছেন তিনি।
শারীরিক পরীক্ষা করতে তুরিনে পগবা
ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির দ্বারপ্রান্তে পল পগবা। বর্তমানে তুরিনে আছেন এ ফরাসি তারকা। আজই হবে তার শারীরিক পরীক্ষা। এর আগে ২০১৬ সালে এই জুভেন্টাস থেকেই রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি।
বার্সার সঙ্গে চুক্তি নবায়নের কাছাকাছি দেম্বেলে
জুনের শেষেই ফ্রি এজেন্ট হয়ে গেছেন উসমান দেম্বেলে। তবে বার্সেলোনায় নতুন চুক্তি করার কাছাকাছি চলে এসেছেন তিনি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, এ চুক্তি এখন দেম্বেলের চেয়ে বেশি নির্ভর করছে বার্সেলোনার উপর।
তবে অনেক দিন থেকেই তার চুক্তি নবায়নের চেষ্টা চালিয়েছিল ক্লাবটি। নানা জটিলতায় শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় ক্লাবটি। তবে দলের কোচ জাভি হার্নান্দেজ চাচ্ছেন এ তারকাকে ধরে রাখতে। ক্লাব কর্মকর্তাদের চাপও দিয়েছেন। তবে ক্লাব চাইছে তার জায়গায় লিডস ইউনাইটেডের রাফিনহাকে দলে টানতে।
নতুন দুই সাইনিংয়ের কাছাকাছি এভারটন
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, দুটি নতুন চুক্তি করার কাছাকাছি এভারটন। সাউদাম্পটনের কাইল ওয়াকার-পিটার্স ও চেলসির আরমান্দো ব্রোহাকে গুডিসন পার্কে আনতে মরিয়া কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
Comments