ট্রান্সফার লাইভ: ইউনাইটেডের প্রাক-মৌসুমে নেই রোনালদো
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ডি ইয়ংকে পেতে আগ্রহী চেলসি
অনেক দিন থেকেই বার্সেলোনার মিড-ফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, এবার এ তারকার প্রতি আগ্রহ দেখাচ্ছে আরেক ইংলিশ ক্লাব চেলসিও। সংবাদ অনুযায়ী, এ চুক্তির জন্য ব্লুজদের দুই ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতা ও মার্কোস আলনসোর সঙ্গে আরও ৬০ মিলিয়ন চায় কাতালানরা।
ইউনাইটেডের প্রাক-মৌসুমে নেই রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান তা আগেই জানিয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাবের অনুশীলনেও যোগ দেননি এ পর্তুগিজ তারকা। এবার সে ধারায় ক্লাবের প্রাক মৌসুমেও নেই এ তারকা। শুক্রবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবে ক্লাবটি। সে দলের স্কোয়াডে নাম নেই পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ ফরোয়ার্ডের।
বায়ার্নের সিদ্ধান্তের অপেক্ষায় বার্সেলোনা
রবার্ট লেভানদোভস্কিকে পেতে আরও একটি নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। সে প্রস্তাবের সাড়া এখনও দেয়নি বাভারিয়ানরা। এর আগে কাতালান ক্লাবটির দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ক্লাবটি। ধারণা করা হচ্ছে লেভার জন্য এটাই বার্সেলোনার চূড়ান্ত প্রস্তাব।
Comments