ট্রান্সফার লাইভ: রোনালদোর জন্য ১৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব চেলসির

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

পিএসজি ছাড়তে পারেন নাভাস

ফরাসি সংবাদমাধ্যম লা'কিপের সংবাদ অনুযায়ী, জিয়ানলুইজি দোন্নারুম্মাকে প্রথম গোলরক্ষককে হিসেবে চান পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের। নতুন মৌসুমে ইতালিয়ান গোলরক্ষককেই পছন্দ তার। এরজন্য কেইলর নাভাস ক্লাব ছাড়লেও অখুশি হবে না ফরাসি চ্যাম্পিয়নরা।

রোনালদোর জন্য ১৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব চেলসির

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া ক্রিস্তিয়ানো রোনালদো। এ সুযোগটা নিতে চায় চেলসি। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুটবল ইনসাইডারের সংবাদ অনুযায়ী, তার জন্য ১৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ব্লুজরা।

তাগলিয়াফিকোর প্রতি ফের আগ্রহ দেখাচ্ছে বার্সা

বেশ কয়েক মৌসুম আগেও আয়াক্সের নিকোলাস তাগলিয়াফিকোর প্রতি আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা। তখন তা কেবল গুঞ্জন আকারেই থেকে গেছে। এ মৌসুমেও শোনা গিয়েছিল এ গুঞ্জন। মাঝে তেমন আলোচনা না থাকলেও ফের এ গুঞ্জন ডালা মেলেছে। স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, আয়াক্সের এ লেফট ব্যাকের প্রতি ফের আগ্রহ দেখাচ্ছে কাতালানরা। তবে লা'কিপের সংবাদ অনুযায়ী, তাগলিয়াফিকোর জন্য লিঁওর ৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব মেনে নিয়েছে আয়াক্স।

নাব্রিকে পাওয়ার দৌড়ে এবার আর্সেনালও

বায়ার্ন মিউনিখের উইঙ্গার সার্জ নাব্রির জন্য ম্যানচেস্টারের দুই ক্লাব শুরু থেকেই যুদ্ধে মেতেছিল। সিবিএস স্পোর্টসের সংবাদ অনুযায়ী, এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালও। নিজেদের একাডেমীর এ খেলোয়াড়কে ফেরাতে চেষ্টা করছে গানাররা।

বার্সার সঙ্গে কোলিবালিকে পাওয়ার যুদ্ধে চেলসি-জুভেন্টাস

নাপোলির ডিফেন্ডার কালিদু কোলিবালির পাওয়ার দৌড়ে শুরু থেকেই ছিল বার্সেলোনা। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে আরও দুটি ক্লাব। সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর সংবাদ অনুযায়ী, তাকে পেতে লড়ছে চেলসি ও জুভেন্টাসও। মাতাইস ডি লিখট দল ছাড়লে তাকে পাওয়ার সর্বাত্মক চেষ্টা চালাবে জুভ।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

1h ago