বার্সেলোনার এই খেলোয়াড়কে কেন 'প্রেসিডেন্ট' বলে ডাকেন সতীর্থরা?
এসি মিলানে তাকে সবাই ডাকতো এল প্রেসিডেন্ট বলে। দলটির মাঝমাঠের মূল কারিগর ছিলেন বলেই অনেকের ধারণা এমনটা বলে থাকেন তার সতীর্থরা। কিন্তু আসল ঘটনা তা নয়। নতুন ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েই মজাদার কারণটি জানালেন ফ্র্যাঙ্ক কেসি।
মৌখিক আলোচনাটা অনেক আগে থেকে হয়ে থাকলেও দুদিন আগে বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন কেসি। এদিন কাতালান ক্লাবটিতে প্রথমবারের মতো আসেন সংবাদ সম্মেলনে। সেখানেই তার কাছে প্রেসিডেন্ট নামের কারণ জানতে চান সাংবাদিকরা।
উত্তরে আইভরি কোস্টের এ তারকা বলেন, 'একদিন আমি অনুশীলনে আসি, তখন আমি আমার গাড়িটি প্রেসিডেন্টের নির্ধারিত জায়গায় পার্ক করি। পরে নিরাপত্তা প্রহরীরা আমার কাছে আসে এবং আমাকে গাড়ি সরিয়ে নিতে বলে। তখন আমি তাকে বলি, "না, এখন থেকে আমিই এই ক্লাবের নতুন প্রেসিডেন্ট"।'
কেসির এই কথা ছড়িয়ে যেতে খুব একটা সময় লাগেনি। এরপর থেকে তার সতীর্থরাও মজা করে তাকে প্রেসিডেন্ট বলে ডাকতে থাকেন।
এসি মিলানে সময়টা দারুণ কেটেছে কেসির। দলটিকে সিরিআর চ্যাম্পিয়ন করেই ইতালি ছেড়েছেন এ তারকা। তবে অনেক ক্লাবই তাকে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নেন তিনি। আর কাতালান ক্লাবটিকে বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি।
'যখন জাভির মতো কেউ আপনাকে কল করবে, তখন আপনি খুশি না হয়ে পারবেন না। এর অর্থ হল কাজটি হয়ে গেছে। এমন কোনো খেলোয়াড় নেই যে বার্সাকে না বলতে পারে, কারণ এটা সেরা ক্লাবদের একটি। আমি তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে জানিয়েছিলেন যে, আমি দলে গুরুত্বপূর্ণ হব। সুতরাং আমি এই ক্লাব বেছে নিয়েছি,' বলেন কেসি।
Comments