২০ বছর পরে রেকর্ডিংয়ে মাকসুদ: প্রিন্স মাহমুদ
প্রিন্স মাহমুদের সুরে আসছে মাকসুদের নতুন গান। গানের শিরোনাম 'সাতে-পাঁচে'। মাকসুদ ২৫ বছর আগে প্রিন্স মাহমুদের সুরে 'ক্ষমা' অ্যালবামে 'কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা' গানটি গেয়েছিলেন। অ্যালবামটি ৯৬-এর সবচেয়ে শ্রোতাপ্রিয় অ্যালবামের একটি।
প্রিন্স মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঠিক একমাস আগে গানটা মাকসুদ ভাইকে দিলাম। তিনি খুব পছন্দ করলেন। রেকর্ডিংয়ে দেখলাম কণ্ঠ সেই আগেই মতোই আছে। কথায় কথায় জানালেন ২০ বছর পর রেকর্ডিং করলেন কোনো গান। গানটা ভালো হবে এটা জানতাম। গানটার কিছু অংশ ফেসবুকে দেওয়ার পর চার থেকে পাঁচশ কমেন্ট এলো। 'ক্ষমা' অ্যালবামের 'কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা' গানটা নিয়ে স্মৃতিতাড়িত হয়ে যাচ্ছিলাম। 'ক্ষমা' অ্যালবামের প্রথম গানই ছিল মাকসুদ ভাইয়ের গাওয়া এই গানটা।'
'এই অ্যালবামের প্রতিটি গান মানুষের ভেতরে ঢুকে গিয়েছিল। তখন আরেক অ্যালবাম 'জয়-পরাজয়' প্রকাশের পর আর আমাকে পেছনে ফিরে থাকাতে হয়নি। এবার মাকসুদ ভাইয়ের জন্য একটু অন্যরকম একদমই নতুন ধাঁচের গান করেছি। এ গানটি সবার পছন্দ হবে। তাকে নতুনভাবে আবিষ্কার করবেন।'
মাকসুদের কণ্ঠে 'সাতে পাঁচে' গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুস সাদাত নাইম। এটি প্রকাশিত হবে জি সিরিজের ব্যানারে।
Comments