বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়

ফাইল ছবি | প্রবীর দাশ/স্টার

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ ও ১০টা ৪৫ মিনিটে শেষ জামাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১০ জুলাই দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

5h ago