শিক্ষক উৎপল হত্যা মামলা: আদালতে যে স্বীকারোক্তি দিলেন জিতুর বাবা
আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুর বাবা মোহাম্মদ উজ্জল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান উজ্জল তার জবানবন্দি রেকর্ড করেন।
আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বীকারোক্তিতে উজ্জ্বল বলেন, নিহত শিক্ষক উৎপল কুমার সরকার শিক্ষার্থীদের কঠোর শাসন করায় তার ছেলে আশরাফুল ইসলাম জিতু তার ওপর রেগে গিয়ে তাকে পিটিয়ে আহত করে।
ঘটনার পর তিনি কলেজে যান এবং তার ছেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে কর্তৃপক্ষকে নিষেধ করেন।
'আমি বিষয়টি দেখব,' কলেজ কর্তৃপক্ষকে তিনি বলেন।
আশুলিয়া থানার এসআই এমদাদুল হক উজ্জলকে ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে যাওয়ার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন।
জবানবন্দি রেকর্ড শেষে ম্যাজিস্ট্রেট উজ্জলকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।
জবানবন্দিতে উজ্জ্বল বলেন, পুলিশ জিতুকে গ্রেপ্তারের জন্য খোঁজা শুরু করলে তিনি তাকে প্রথমে আশুলিয়ায় একটি বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। পরে তিনি ছেলেকে পাবনায় পাঠান এবং নিজে গ্রেপ্তার এড়াতে কুষ্টিয়ায় আত্মগোপন করেন।
গত ২৯ জুন কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের পর উজ্জ্বলকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
৩০ জুন মামলায় জিতুকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৫ জুন আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জিতু দুপুর ২টার দিকে মাঠের পাশে ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপলকে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত উৎপলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় হামলাকারীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
Comments