সৌদিতে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী।

৩ হজ যাত্রী হলেন- খাইবার হোসেন (৫৫), লায়লা আক্তার (৫২) ও তপন খন্দকার (৬২)।

আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, এ নিয়ে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

খাইবার হোসেন গত ৩ জুলাই এবং লায়লা আক্তার ও তপন খন্দকার ১ জুলাই মারা যান।

খাইবারের আইডি নং ০১৬৮০১০ এবং পাসপোর্ট নং ইএফ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছার বাসিন্দা।

লায়লা আক্তারের আইডি নং ১৩৭৯০১১ এবং পাসপোর্ট নং ইজি০০৬১১০১৭। তিনি মাদারীপুরের শিবচরের বাসিন্দা।

তপন খন্দকারের আইডি নং ১৪৫৯০১৭ এবং পাসপোর্ট নং ইই০৫৪০২৪৬। তিনি ঢাকার লালবাগের বাসিন্দা

Comments

The Daily Star  | English

Bus electrocution in Gazipur: 3 IUT students die, 15 injured

The three students, in a panic, attempted to jump off the bus but were electrocuted after they came in contact with the electrified body of the vehicle

32m ago