রূপগঞ্জে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসকর্মী ও পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাস গ্যাসের কর্মীসহ পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা।

রোববার বিকেলে উপজেলার বরপা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বরপা এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে দুষ্কৃতকারীরা তিতাস গ্যাসকর্মী ও পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

মন্ত্রণালয় জানায়, ভিডিও ফুটেজ দেখে ২০-২৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

9h ago