ট্রান্সফার লাইভ: ইউনাইটেড ছাড়তে চান রোনালদো
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
চেলসিতে ফেরার কাছাকাছি ছিলেন সালাহ
লিভারপুলের সঙ্গে চুক্তিটা হয়েও হচ্ছিল না। এমনকি পরে তাকে বেচে দিতে মূল্যও নির্ধারণ করে ফেলেছিল রেডরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের সংবাদ অনুযায়ী, চেলসিতে ফেরার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন সালাহ। দুই পক্ষের মধ্যে আলোচনা এগিয়েছিল অনেক।
দেম্বেলেকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে বার্সা
কোচ জাভি হার্নান্দেজের পরিকল্পনায় ভালো করেই আছেন উসমান দেম্বেলে। তাই ক্লাবের ইচ্ছা না থাকলেও তার অনুরোধে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে কাতালান ক্লাবটি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, এ ফরাসি তারকাকে পেতে নতুন একটি প্রস্তাব তৈরি করছে বার্সেলোনা।
নাব্রিকে পেতে যুদ্ধে দুই ম্যানচেস্টার
আর্সেনালে যোগ দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। রহিম স্টার্লিংও দল ছাড়ার পথে। বিকল্প হিসেবে একজন ভালো মানের ফরোয়ার্ড চায় ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের সংবাদ অনুযায়ী, বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড সার্জ নাব্রিকে পেতে চায় তারা। তাকে চায় ম্যানচেস্টার ইউনাইটেডও। এ জার্মান তারকার জন্য রীতিমতো যুদ্ধে নেমেছে দুই নগর প্রতিদ্বন্দ্বী।
ইউনাইটেড ছাড়তে চান রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্কটা বুঝি শেষই হয়ে যাচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোর। আরও ভালো কিছু করার জন্য এই গ্রীষ্মেই দল ছাড়তে চান তিনি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, এরমধ্যেই এ কথা ক্লাবকে জানিয়েও দিয়েছেন এ পর্তুগিজ তারকা।
Comments