ট্রান্সফার লাইভ: বার্সেলোনায় ফিরছেন না গ্রিজমান
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
এভারটন থেকে টটেনহ্যামে রিচার্লিসন
পাঁচ বছরের চুক্তিতে এভারটন থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে দলে টেনেছে টটেনহ্যাম হটস্পার। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ক্লাব দুটি বিষয়টি নিশ্চিত করেছে। রিচার্লিসনের ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৬০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে টটেনহ্যামের। ২০১৮ সালের জুলাইতে এভারটনে যোগ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩৫ ম্যাচে ৪৩ গোল করেন রিচার্লিসন।
বার্সেলোনায় ফিরছেন না গ্রিজমান
ধারে এক মৌসুমের জন্য গত বছর বার্সেলোনা থেকে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেন আঁতোয়ান গ্রিজমান। চুক্তিতে তার অ্যাতলেতিকোতে থাকার মেয়াদ আরও এক মৌসুম বাড়ানোর শর্ত রাখা হয়েছিল। সেটা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম কাতালুনিয়া রেডিও। ফলে আগামী মৌসুমে ক্যাম্প ন্যুতে ফিরছেন না বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। তবে সবশেষ মৌসুমটা ভালো কাটেনি গ্রিজমানের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে মাত্র ৮ গোল করেন তিনি।
লিসান্দ্রোকে পাওয়ার দৌড়ে এগিয়ে ইউনাইটেড
আয়াক্স আমস্টারডামের লিসান্দ্রো মার্তিনেজকে পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আর্জেন্টাইন ডিফেন্ডারকে পেতে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের দেওয়া দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আয়াক্স। তার জন্য দাবি করা হচ্ছে ৪৩ মিলিয়ন পাউন্ড। এই পরিমাণ অর্থ খরচ করতে তৈরি আছে ইউনাইটেড।
দেম্বেলে এখন ফ্রি এজেন্ট
ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে গেছে আগের দিন বৃহস্পতিবার (৩০ জুন)। দুই পক্ষের মধ্যে নতুন করে কোনো চুক্তি সম্পন্ন হয়নি। ফলে ফ্রি এজেন্ট হয়ে গেছেন দেম্বেলে। বার্সার পক্ষ থেকে তার কাছে একটি প্রস্তাব রাখা আছে। তবে তাতে তিনি সম্মত হবেন কিনা তা নিশ্চিত নয়। দেম্বেলেকে পেতে আগ্রহী ক্লাবগুলোর তালিকায় আছে চেলসিও। আর বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলে কাতালানদের নতুন খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন তিনি।
Comments