‘বাচ্চারা প্রতিদিন তাদের বাবার কথা মনে করে’
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। হামলার ৬ বছর পূর্তিতে আজ শুক্রবার দুপুরে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিনের স্ত্রী রেমকিম খান, পুত্র এস এম রায়ান ও শ্যালিকা আইরিন।
শ্রদ্ধা জানানোর পর রেমকিম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাচ্চারা তাদের বাবাকে প্রতিদিন মনে করে। তিনি (সালাউদ্দিন) না থাকায় বাচ্চারা তাকে ছাড়াই এক শূন্যতার মধ্য দিয়ে বড় হচ্ছে।'
বড় মেয়ে সামান্তা খান দেশের বাইরে পড়াশোনা করছেন উল্লেখ করে তিনি বলেন, 'সালাউদ্দিন যখন মারা যান তখন বড় মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। ছেলে রায়ান পড়ত দ্বিতীয় শ্রেণীতে।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা শুধু এই দিনে তাকে বেশি মিস করি, এমন নয়। যেদিন থেকে আমরা তাকে হারিয়েছি, সেদিন থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তাকে মিস করি।'
সেখানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সালাউদ্দিনের শ্যালিকা আইরিন। সালাউদ্দিনকে স্মরণ করে তিনি গণমাধ্যমকে বলেন, 'আমরা উনাকে ভুলতে পারব না কোনো সময়। তিনি আমাদের হৃদয়ে আছেন। তিনি জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে নিজের জীবন দিয়েছেন।'
ওই হামলায় আরও নিহত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম।
এই দুই পুলিশ কর্মকর্তার স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্য নির্মিত হয়।
Comments