ঈদের ৩ সিনেমার প্রচারণায় ‘দিন দ্য ডে’ এগিয়ে

আসছে ঈদুল আজহায় এখন পর্যন্ত ৩টি সিনেমার মুক্তির কথা শোনা যাচ্ছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে সেগুলোর পোস্টার, ট্রেলার ও গান মুক্তির প্রচারণা।

এরমধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছে অনন্ত জলিল-বর্ষা অভিনীত 'দিন দ্য ডে' সিনেমাটি। রাজধানীর বেশ কয়েকটি স্থানে তারা প্রচারণা করেছেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমাহলে 'দিন দ্য ডে'র পোস্টার, ব্যানার লাগানো হয়েছে।

প্রচারণায় অন্য ২ সিনেমা—'সাইকো' ও 'পরাণ' কিছুটা পিছিয়ে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তাদেরও প্রচারণায় আসার সম্ভাবনা আছে।

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকার বাজেটের 'দিন দ্য ডে'র পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় দেশের ১০০'র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অভিনেতা অনন্ত জলিল।

ঈদে মুক্তির তালিকায় আছে অনন্য মামুন পরিচালিত 'সাইকো'। রোশান ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ অনেকেই।

অনন্য মামুন ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি ৬০টি হলে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। এই সিনেমাটি ঈদে মানুষ দেখবেন, কারণ এটি নাচ-গান-অ্যাকশনে ভরপুর। দর্শকরা ঈদে এই ধরনের সিনেমা বেশি পছন্দ করে।'

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে 'পরাণ'। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহানসহ অনেকেই।

গতকাল সোমবার এই সিনেমার 'চল নিরালায়' গানটি মুক্তি পেয়েছে। 'পরাণ'র চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি।

বিদ্যা সিনহা মিম বলেন, 'এই সিনেমার ডাবিংয়ের সময় মিনিট দুয়েকের একটি দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে। নিজের সিনেমা বলে বলছি না, সিক্যুয়েন্সের মেকিং দেখে কেঁদেছি। আশা করছি, "পরাণ" দর্শকদের ভালো লাগবে।'

Comments