দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে তুরঙ্গমী

‘দেগুই কালারফুল ফেস্টিভ্যালে’ অংশ নিতে বাংলাদেশের নাচের দল তুরঙ্গমী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়।
তুরঙ্গমীর নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

'দেগুই কালারফুল ফেস্টিভ্যালে' অংশ নিতে বাংলাদেশের নাচের দল তুরঙ্গমী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়।

কোরিয়া সরকারের আয়োজনে আগামী ৮-১১ জুলাই এই উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেলো বাংলাদেশ।

তুরঙ্গমীর নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উৎসবে নৃত্য পরিবেশন করতে পূজা সেনগুপ্তের নেতৃত্বে ১০ সদস্যের দল সিউল যাচ্ছে।

পূজা জানান, আগামী ৫ জুলাই দলটি ঢাকা ছাড়বে।

উৎসবে দলটির দুটি প্রযোজনা থাকছে। ১০ মিনিট দৈর্ঘ্যের 'পাঁচফোড়ন' ও ৫ মিনিটের 'নন্দিনী' দুটি পরিবেশনার ভাবনা, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

12h ago