পদ্মা সেতু দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে: রূপালী চৌধুরী
ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাবেক সভাপতি রূপালী চৌধুরী বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে।
আজ শনিবার সেতুটি উদ্বোধনের পর দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা বলেন।
বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, 'এরকম একটি বড় প্রকল্পে যুক্ত হওয়া আমাদের জন্য বড় সম্মান ও আনন্দের বিষয়।'
এত বড় প্রকল্প বাস্তবায়নের সাহসী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'এটি দেশের ভাবমূর্তি উন্নত করেছে। আমরা এটা নিয়ে খুব গর্বিত। স্পষ্টতই এই সেতু দেশের দক্ষিণাঞ্চলে স্থানীয় ব্যবসার বিকাশে সহায়তা করবে।'
'আমরা যদি কৃষি পণ্যের কথা চিন্তা করি, সেক্ষেত্রেও সেতুটি বাজার বড় করতে সাহায্য করবে। আমরা যদি সব শিল্পের জন্য ইকোসিস্টেমের বিকাশ ঘটাতে পারি, তবে এটি সুফল বয়ে আনবে', যোগ করেন রূপালী চৌধুরী।
Comments