কাতার বিশ্বকাপে স্কোয়াডে থাকবে সর্বাধিক ২৬ ফুটবলার

qatar world cup logo
ছবি: এএফপি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলেও এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এ ভাইরাসের কারণে গত কয়েক বছরে অনেক বদলেছে ফুটবলের নিয়মকানুন। এবার বিশ্বকাপের মঞ্চেও এলো বেশ কিছু পরিবর্তন। আকার বাড়ছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর। সর্বাধিক ২৬ ফুটবলার নিয়ে স্কোয়াড সাজাতে পারবেন কোচরা।

প্রচলিত নিয়ম অনুযায়ী দেশগুলো ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারত যে কোনো টুর্নামেন্টে। গত বছর ইউরোতেই ও নিয়মে একটু পরিবর্তন আনে উয়েফা। ২৩ জনের জায়গায় ২৬ জনের স্কোয়াড সাজানোর সুযোগ দিয়েছিল সংস্থাটি। সে ধারায় হাঁটছে ফিফাও। কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জন নিয়ে অংশগ্রহণ করতে পারবে দলগুলো।

শুধু তাই নয় বদলেছে আরও বেশ কিছু নিয়ম। প্রাথমিক স্কোয়াডের ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। তালিকায় ৩৫ খেলোয়াড়ের বদলে ৫৫ জন ফুটবলার রাখা যাবে। তবে চূড়ান্ত খেলোয়াড় তালিকায় কমপক্ষে ২৩ জন থাকবে আর সর্বোচ্চ ২৬ জন ফুটবলার থাকতে পারবে।

চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাদের সবশেষ ম্যাচ খেলতে পারবেন চলতি বছরের ১৩ই নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে জাতীয় দলের স্কোয়াডে যোগ দিতে হবে। আর ম্যাচ চলাকালীন সময়ে বেঞ্চে ২৬ জনের বেশি সদস্য থাকতে পারবেন না। বদলি হিসেবে ১৫ ফুটবলারের ১১ সঙ্গে কর্মকর্তা থাকতে পারবেন। সেখানে অবশ্যই একজন চিকিৎসক থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশটির অতিরিক্ত গরমের কথা বিবেচনা করে গ্রীষ্মকাল থেকে সরিয়ে শীতকালে নেওয়া হয়েছে এবারের বিশ্বকাপ। 

Comments

The Daily Star  | English

US-China tariff war punishes Bangladesh

Bangladesh is one of those nations that face pressure from Washington to decouple their manufacturing industries from Chinese suppliers, according to officials familiar with trade negotiations.

12h ago