ত্রাণ নিতে আসা ২ বানভাসিকে চড়-থাপ্পড়, চেয়ারম্যানকে শোকজ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সরকারি ত্রাণ নিতে আসা ২ বানভাসিকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে মাঘান সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার সকালে মাঘান সিয়াধার ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ঘটনা জানতে পেরে বিকেলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আকুনজি।
ইউএনও দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি গুরুত্বেও সঙ্গে তদন্ত করছি। অভিযুক্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে ৩ কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।'
স্থানীয়রা জানান, বন্যার পানিতে বাড়িঘর প্লাবিত হওয়ায় অনেকের সঙ্গে স্থানীয় এক নারী ও এক যুবক মাঘান উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে মাঘান সিয়াধার ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ৮ কেজি করে চাল বিতরণের খবর পেয়ে তারা সেখানে যান। সেসময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের হাত থেকে ত্রাণ নিতে গেলে তাদের চড়-থাপ্পড় মারেন চেয়ারম্যান।
ত্রাণ নিতে এসে চেয়ারম্যানের হাতে ওই নারী ও যুবকের লাঞ্ছিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তিনি ডেইলি স্টারকে বলেন, 'বার বার ত্রাণ নিতে আসায় তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। কাউকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।'
Comments