ট্রান্সফার লাইভ: অবশেষে লেভানদোভস্কিকে পেতে বার্সার প্রস্তাব
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
লেভানদোভস্কির জন্য বায়ার্নকে প্রস্তাব দিয়েছে বার্সা
অনেক দিন থেকেই বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কির বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন চড়া ফুটবল মহলে। এ পোলিশ তারকার ইচ্ছাও এমনই। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনের সংবাদ অনুযায়ী, অবশেষে তাকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বার্সা। কাতালানদের রাডারে আছেন সেভিয়ার হুলেস কুন্দেও।
দিবালায় আগ্রহ রিয়ালের
মার্কো আসেননিও রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চাইছেন। শেষ পর্যন্ত চলে যান তার জায়গায় একজন ভালো মানের ফরোয়ার্ড চায় দলটি। ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তের সংবাদ অনুযায়ী, ফ্রি এজেন্ট হিসেবে পাওলো দিবালাকে মনে ধরেছে তাদের। এ আর্জেন্টাইনকে পেতে চায় অ্যাতলেতিকো মাদ্রিদও।
বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত দেম্বেলে
উসমান দেম্বেলের চুক্তি নিয়ে প্রতিনিয়তই যেন নতুন নতুন সংবাদ মিলছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত এ ফরাসি তারকা। জুনের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এ তরুণ।
ডি লিখটকে চায় চেলসি
ফ্রি এজেন্ট হয়ে আন্তনিও রুদিগার ক্লাব ছেড়েছেন। তার জায়গায় একজন ভালো মানের ডিফেন্ডারের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে চেলসি। স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, জুভেন্টাসের মাতাইস ডি লিখটকে চায় দলটি। তবে কাজটা সহজ হবে তাদের জন্য। এ ডিফেন্ডারকে বিক্রির কোনো ইচ্ছাই নেই ওল্ড লেডিদের। তার রিলিজ ক্লজও চড়া। চুক্তি অনুযায়ী তার রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরো।
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে চান আন্তনি
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সাবেক শিষ্য আন্তনিকে দলে টানার ইচ্ছার কথা জানিয়েছেন এরিক টেন হাগ। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোলের সংবাদ অনুযায়ী, আন্তনিও ইউনাইটেডে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন। ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হতে পারে এ চুক্তি।
পগবাকে পেতে আশাবাদী জুভেন্টাস
স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, পল পগবার সঙ্গে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে জুভেন্টাস। খুব শীগগিরই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বল আশা করছে ক্লাবটি। আগামী ৫ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তুরিনে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে প্রত্যাশা করছে ওল্ড লেডিরা। এর আগে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৬ সালে জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এ ফরাসি তারকা।
বায়ার্ন ছাড়ার পথ নেই লেভানদোভস্কির
আগামী মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিলেন রবার্ট লেভানদোভস্কি।বায়ার্ন মিউনিখকেও জানিয়ে দিয়েছিলেন সে কথা। বার্সেলোনার যেতে আগ্রহী ছিলেন এ তারকা। কিন্তু তার চলে যাওয়ার পদক্ষেপটি কঠিন করে তুলেছে জার্মান ক্লাবটি। তার জন্য ৬০ মিলিয়ন ইউরো দাবি করেছে ক্লাবটি। বর্তমানে তা পরিশোধ করার ক্ষমতা বার্সেলোনার নেই বললেই চলে। স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, অলিভার কান বলেছেন যে, তিনি আশা করছেন বায়ার্নেই থাকবেন লেভানদোভস্কি।
Comments