ট্রান্সফার লাইভ: রোমায় রোনালদো? রিয়ালে জেকো?
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
কুকুরেয়াকে পেতে ম্যানসিটির সঙ্গে লড়াইয়ে চেলসি
ব্রাইটনের মার্ক কুকুরেয়াকে পেতে বেশ কিছু দিন থেকেই চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, কুকুরেয়াকে পেতে চেষ্টা চালাচ্ছে চেলসিও। সিজার আজপিলিকুয়েতা ও মার্কাস আলনসোর ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় একজন ভালো মানের ফুলব্যাক চায় ব্লুজরা। বিকল্প হিসেবে বার্সেলোনার সের্জিনো ডেস্ট ও উলভসের রায়ান এইট-নুরিও আছেন তালিকায়।
ডি ইয়ংকে পেতে নতুন প্রস্তাব তৈরি করছে ম্যানচেস্টার ইউনাইটেড
ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের দেওয়া ৬০ মিলিয়ন ইউরোর প্রথম প্রস্তাব এরমধ্যেই ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা। এ খেলোয়াড়ের জন্য ১০০ মিলিয়ন ইউরো চায় কাতালানরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, এ ডাচ তারকার জন্য এবার নতুন প্রস্তাব তৈরি করছে ক্লাবটি।
আকের জন্য ম্যানসিটির সঙ্গে আলোচনায় চেলসি
দুই মৌসুম আগে বোর্নমাউথের কাছে নাথান আকেকে বিক্রি করে দিয়েছিল চেলসি। পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এ ডিফেন্ডার। সেই খেলোয়াড়কে কিনতে এবার চেষ্টা চালাচ্ছে চেলসি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের সংবাদ অনুযায়ী, এ ডিফেন্ডারকে পেতে এরমধ্যেই সিটির সঙ্গে আলোচনা চলছে তাদের। এ ডাচ ডিফেন্ডারের পাশাপাশি সিটির রহিম স্টার্লিংকেও চায় ব্লুজরা।
জেসুসকে পাওয়ার দৌড়ে টটেনহ্যামও
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গ্যাব্রিয়েল জেসুস তা অনেকটাই নিশ্চিত। তাকে পেতে মরিয়া হয়ে চেষ্টা করছে আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে টটেনহ্যাম হটস্পার্সও। মূলত চ্যাম্পিয়ন্স লিগে খেলার লোভ দেখিয়ে তাকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন আন্তনিও কন্তে।
মোরাতাকে পেতে চেষ্টা করছে আর্সেনাল
চলতি গ্রীষ্মে একজন ভালো মানের ফরোয়ার্ড চায় আর্সেনাল। ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোমার্কেতোওয়েবের সংবাদ অনুযায়ী, আলভারো মোরাতাকে পেতে কিছুটা মরিয়া হয়েই উঠেছে ক্লাবটি। গত মৌসুমে ধারে জুভেন্টাসে খেললেও মূলত অ্যাতলেতিকো মাদ্রিদের খেলোয়াড় এ স্প্যানিশ তারকা।
বেনজেমার ব্যাকআপ হিসেবে রিয়াল মাদ্রিদে জেকো
দারুণ ছন্দে থাকা করিম বেনজেমার বিকল্প এখনই খুঁজতে রাজী নয় রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরি কিংবা অন্য কারণে যখন সে খেলতে পারবে না তখন তার ব্যাকআপ হিসেবে এখন ফরোয়ার্ড খুঁজছে দলটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, এ রোলের জন্য এডেন জেকোকে পেতে আগ্রহী দলটি।
রোমায় রোনালদোকে চান মরিনহো
ধারণা করা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকবেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে ইতালিয়ান গণমাধ্যম লা রিপাবলিকা এখনও দাবি করছে স্পোর্তিং লিসবন কিংবা এএস রোমায় যোগ দিতে পারেন এ পর্তুগিজ তারকা। তার প্রথম ক্লাবে ফেরার সম্ভাবনার সঙ্গে জোসে মরিনহোর সঙ্গে পুনর্মিলনের গুঞ্জনও চড়া।
Comments