কক্সবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলায় আজ রোববার বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ও ধূরুং চুল্লারপাড়া গ্রামে সকাল ১১টার দিকে বজ্রপাতে মারা যান ওই এলাকার মোহাম্মদ জাকের উল্লাহর পুত্র ইমতিয়াজ (২৫)। একই সময়ে আহত হন রমিজ আহমদ (৩৬) ও আক্কাস আহমদ(২২)। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একই ইউনিয়নের কাঁচা এলাকায় সকাল সাড়ে ১১টায় বজ্রপাতে মারা গেছেন ছাবের আহমদের ছেলে আবদুল করিম। আবদুল করিম বজ্রপাতের সময় একটি নৌকায় কাজ করছিলেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় দুপুর ১২টায় বজ্রপাতে মারা যান মোহাম্মদ আলী (৪০)। তিনি বিলে মাছ ধরছিলেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

Comments