সিলেটের বন্যা নিয়ে তারকাদের পোস্ট

হোসনা বেগম ও তার মেয়ে। ছবি: শেখ নাসির/ স্টার

সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। ভয়াবহ বন্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা শিল্পীরা লিখেছেন তাদের হৃদয় কাঁদার কথা।

জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, 'দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। বন্ধ হয়ে গেছে ইলেকট্রিসিটি, ইন্টারনেট এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শীঘ্রই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক। প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।'

sakib khan
শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিব খান লিখেছেন, 'আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।'

ছবি: স্টার

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, 'সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধারণা করা হচ্ছে এই বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে৷'

আসিফ আকবর। ছবি: স্টার

কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, 'সিলেট সুনামগঞ্জ ভাসছে। আমরা একটু সিরিয়াস হই। আসুন বানভাসি মানুষকে নিয়ে ভাবি, পারলে কিছু করি। প্লীজ!'

বাপ্পি চৌধুরী। ছবি: শাহরিয়ারা কবীর হিমেল

চিত্রনায়ক বাপ্পী লিখেছেন, 'ছবি বা ভিডিওতে আমরা যা দেখছি, সিলেটের বন্যা পরিস্থিতি তারচেয়েও ভয়াবহ। তাদের দুর্দশা ভাষায় প্রকাশ করার মতো না। এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমি বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমার দর্শক-বন্ধুদের যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। দেশে বা বিদেশে, যে যেখানে আছেন সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন প্লিজ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।'

সাইমন সাদিক। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, 'হে আল্লাহ বন্যার পানি থেকে সুনামগঞ্জ, সিলেট এর মানুষকে রক্ষা করুন।'

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

3h ago