ট্রান্সফার লাইভ: রোনালদো ছাড়তে চান ইউনাইটেড
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান রোনালদো
ইতালিয়ান গণমাধ্যম লা রিপাবলিকার বরাতে ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, ক্রিস্তিয়ানো রোনালদো বিদায় বলতে চান ম্যানচেস্টার ইউনাইটেডকে। আগামী মৌসুমে এই পর্তুগিজ তারকা পাড়ি জমাতে চান নতুন ঠিকানায়। রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হাগের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে বনিবনা হচ্ছে না তার। ইতোমধ্যে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস তার জন্য নতুন ক্লাব খোঁজা শুরু করেছেন। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহীদের মধ্যে আছে এএস রোমা। এই ইতালিয়ান ক্লাবটিকে বর্তমানে কোচিং করাচ্ছেন রোনালদোর সাবেক গুরু জোসে মরিনহো।
ধারে লুকাকুকে চায় ইন্টার মিলান
ইংলিশ ক্লাব চেলসির বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে পেতে আগ্রহী ইন্টার মিলান। তবে পাকাপাকিভাবে নয়, ধারে। ইতালিয়ান গণমাধ্যম কালসিওমার্কাতো জানিয়েছে, সেজন্য ৮ মিলিয়ন ইউরো খরচ করতে রাজী ইন্টার। ব্লুজদেরও লুকাকুকে ছাড়তে আপত্তি নেই। তবে তারা ইন্টারের প্রস্তাবের চেয়ে তিনগুণ বেশি অর্থ দাবি করছে। সবশেষ মৌসুমে চেলসিতে যোগ দেওয়ার আগে দুই বছর ইন্টারে ছিলেন লুকাকু।
জোভিচের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় ফিওরেন্তিনা
প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ধারে লুকা জোভিচকে পেতে চায় ফিওরেন্তিনা। তাই রিয়াল মাদ্রিদের সঙ্গে এই সার্বিয়ান স্ট্রাইকারের দলবদলের ব্যাপারে সমঝোতায় আসার চেষ্টা করছে তারা। তবে ফিওরেন্তিনা শর্ত রেখেছে, জোভিচের বেতনের কিছু অংশ পরিশোধ করতে হবে রিয়ালকেও। ক্লাব পাল্টানোর বিষয়ে অবশ্য কোনো আপত্তি নেই জোভিচের। স্প্যানিশ লা লিগার সবশেষ মৌসুমে ১৫ ম্যাচ খেলে মাত্র ১ গোল করেন তিনি।
বায়ার্ন মিউনিখেই যোগ দিবেন মানে
সাদিও মানে লিভারপুল ছেড়ে যোগ দিচ্ছেন জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখে। গোল ডট কম জানিয়েছে, ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচ সেনেগালের এই ফরোয়ার্ডকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছেন। মানেকে পেতে বাভারিয়ানদের সবমিলিয়ে খরচ করতে হতে পারে ৪১ মিলিয়ন ইউরো পর্যন্ত। এর মধ্যে ৩২ মিলিয়ন ইউরো লিভারপুল পাবে ট্রান্সফার ফি হিসেবে। বায়ার্নের হয়ে ম্যাচ খেলার সংখ্যা এবং ব্যক্তিগত ও দলীয় অর্জনের ওপর ভিত্তি করে অলরেডরা যথাক্রমে আরও ৬ ও ৩ মিলিয়ন ইউরো পেতে পারে।
জেসুসকে পেতে আশাবাদী আর্সেনাল
ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে পেতে আশায় বুক বেঁধে আছে আর্সেনাল। একইসঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে তারা। জেসুসের জন্য গানাররা প্রায় ৩০ মিলিয়ন ইউরো গুণতে তৈরি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটিজেনরা দাবি করছে ৫০ মিলিয়ন ইউরো। আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা ও আয়াক্স আমস্টারডামের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকেও লক্ষ্য বানিয়েছে আর্সেনাল।
লেভানদভস্কির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চেলসি
তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি বায়ার্ন মিউনিখে থাকছেন না। তার পরবর্তী ঠিকানা হিসেবে আলোচিত হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নাম। তবে ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চেলসি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে গোটা পরিস্থিতি। লুকাকু দল ছেড়ে গেলে নতুন একজন স্ট্রাইকার লাগবে তাদের। তাই ব্লুজরা লেভানদভস্কিকে দিয়ে লুকাকুর শূন্যস্থান পূরণের সম্ভাবনা খতিয়ে দেখছে।
Comments