এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা খালি নেই: ধর্ম মন্ত্রণালয়

hajj pilgrims
স্টার ফাইল ছবি

চলতি বছর হজ নিয়ে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপিতে মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোনো কোটা খালি নেই। অন্য কোনো উপায়ে হজযাত্রী বা অন্য কোনো ব্যক্তির অনুকূলে ভিসা ইস্যু করানোর কোনো সুযোগ নেই। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়। এ বিষয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাই সতর্ক করছে।

উল্লেখ্য, কেউ চাইলে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবে।

Comments