ট্রান্সফার লাইভ: বেলিংহ্যামে চোখ রিয়ালের, ডি ইয়ংকে ফেরাতে চায় পিএসভি
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
লিডসের ফিলিপ্সের জন্য বিড করবে ম্যানচেস্টার সিটি
লিডস ইউনাইটেডের মিডফিল্ডার ক্যালভিন ফিলিপ্সকে পেতে চাইছে ম্যানচেস্টার সিটি। দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, খুব শীঘ্রই তার জন্য একটি বিড করতে চায় ক্লাবটি। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিশ্বাস ৪৫ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন পাউন্ডের মধ্যে এ চুক্তি করা যেতে পারে। এছাড়া ফিলিপ্স সুযোগ পেলে তাদের সঙ্গে যোগ দিতে লিডসকে চাপ দেবেন বলে মনে করে সিটিজেনরা।
এরিকসনকে চায় টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড
ক্রিস্তিয়ানকে এরিকসনকে পাওয়ার দৌড়ে এবার নেমেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও। দ্য নর্দান ইকোর সংবাদ অনুযায়ী, এরিকসন ও তার এজেন্টের সঙ্গে এরমধ্যেই কথা বলেছে ক্লাবটি। এদিকে এক্সপ্রেসের সংবাদ অনুযায়ী, এরমধ্যেই এরিকসনের সঙ্গে একটি প্রস্তাব দিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্স। এছাড়াও এ তারকার প্রতি আগ্রহী ব্রেন্টফোর্ড ও এভারটন।
জুভেন্টাসের সঙ্গে জুলাইতে চুক্তি করবেন পগবা
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরনোয় জুনের শেষেই ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন পল পগবা। সাবেক ক্লাব জুভেন্টাসেই যাওয়ার গুঞ্জন চড়া। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, ক্লাবটির সঙ্গে মৌখিক চুক্তি প্রায় হয়ে গেছে তার। জুলাইতে নতুন চুক্তি করবে দুই পক্ষ।
লুক ডি ইয়ংকে ফের দলে টানতে চায় পিএসভি
পিএসভি থেকেই ২০১৯ সালে সেভিয়ায় যোগ দিয়েছিলেন লুক ডি ইয়ং। তবে গত মৌসুমে তাকে ধারে বার্সেলোনায় পাঠায় ক্লাবটি। মৌসুম শেষে এ ফরোয়ার্ড ফিরছেন সেভিয়ায়। তাকে পেতে চেষ্টা চালাচ্ছে বেশ কিছু ক্লাবই। ভোয়েটবল ইন্টারন্যাশনালের সংবাদ অনুযায়ী, তাকে ফেরাতে চায় তার সাবেক ক্লাব পিএসভি। তবে বয়সটা ৩১ পার হলেও বার্ষিক ৬ মিলিয়ন ইউরো বেতন চান এ ডাচ ফরোয়ার্ড।
ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে চায় ম্যানচেস্টার সিটিও
আর্থিক টানাপোড়ন থেকে মুক্তি পেতে মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে বিক্রি করে দিতে চায় বার্সেলোনা। তাকে পাওয়ার প্রতিযোগিতায় এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, তাকে পেতে চায় ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। মূলত বের্নার্দো সিলভার সঙ্গে বিনিময় করতে চায় তারা। ডি ইয়ংয়ের পরিবর্তনে সিলভাকে চেয়েছিলেন কোচ জাভি।
বেলিংহ্যামকে পেতে ৯০ মিলিয়ন ইউরোর বিড রিয়াল মাদ্রিদের
গত মৌসুম থেকে দুর্দান্ত ফুটবল খেলে নজরে এসেছেন জুড বেলিংহ্যাম। তাকে পেতে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তবে তার উপর নজর পড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদেরও। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের সংবাদ অনুযায়ী, তাকে আগামী পাঁচ ছয় বছরের জন্য পেতে ৯০ মিলিয়ন ইউরোর একটি বিড তৈরি করছে লস ব্লাঙ্কোসরা।
Comments